সপ্তমীর সকালে ঝলমলে রোদ। দুর্যোগের মেঘ কেটেছে বলেই মনে হচ্ছে। তবে ভ্যাপসা গরম খানিক অস্বতি বাড়িয়েছে। হাওয়া অফিস বলছে এদিন শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। কিন্তু কেমন থাকবে অষ্টমী থেকে আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলার আবহাওয়া আপডেট।
দক্ষিণবঙ্গের জেলাগুলি নিয়ে পূর্বাভাস
আজ সোমবার ভারী বৃষ্টি হবে না। সপ্তমীতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। তাই হাতে ছাতা বা রেনকোট অবশ্যই রাখবেন। তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা। একইসঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দু এক পশলা বৃষ্টি হতে পারে। অষ্টমীতেও কোনও বদল নেই। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম,পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে অষ্টমীর দিন হালকা থেকে মাঝারি হবে। সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
নবমী থেকে পরিস্থিতি বদল
আবহাওয়া দফতরের পূর্বাভাস, অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমীর দিন তা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। ফলে নবমীর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দশমীর দিনও। দশমীর দিন বৃষ্টির প্রাবল্য বাড়তে পারে। হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ওই দিন। দশমীতে ভারী বৃষ্টির তালিকায় রয়েছে কলকাতা সহ ১১ জেলা। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় বৃহস্পতিবার এবং শুক্রবার ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সপ্তমীতে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু এলাকায়। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। দশমীর পর ভারী বৃষ্টি হতে পারে উত্তরের প্রায় সব জেলাতেই। হাওয়া অফিস বলছে, উত্তরের ৫ জেলায় অষ্টমীর দিন পর্যন্ত বৃষ্টির দাপট না থাকলেও,নবমীর দিন থেকে বৃষ্টি বাড়বে। দশমী এবং একাদশীতে উত্তরবঙ্গে বৃষ্টি হবে।
কলকাতার আবহাওয়া
বৃষ্টিহীন কলকাতায় ষষ্ঠীর দিন মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছিল। সপ্তমীর দিনও কলকাতায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম তিলোত্তমায়। অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তবে নবমীর রাত থেকে বদলাবে আবহাওয়া। দশমী ও একাদশীতে বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে দশমীতে ভারী বৃষ্টি হতে পারে শহরে। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।