এবার দেবীপক্ষ শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। পুজো যত এগিয়ে আসছে, ততই আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আরও জোরদার হচ্ছে। রাতভর বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী একাধিক অঞ্চল। এদিকে চলতি সপ্তাহেই ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। তাহলে, পুজোতে কি বৃষ্টি হবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।
যা বলছে হাওয়া অফিস
সোমবার সকালে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে তৈরি এই নিম্নচাপটি আজ, মঙ্গলবারই উত্তর–পশ্চিম দিকে এগোতে শুরু করবে। এরপর বৃহস্পতিবার পূর্ব–মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর। তাদের ধারণা, দ্বিতীয় নিম্নচাপটি তুলনামূলক ভাবে বেশি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার জেরে বৃষ্টি বাড়বে। এই গভীর নিম্নচাপের প্রভাবে পুজোয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী পাঁচ দিন। উত্তর-পূর্ব ও উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ো হাওয়া ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার তৈরি নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে সারাদিনই আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা বাতাস বইতে পারে। এদিন, দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। তাই এই সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় বইবে। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়ের জন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ ঘণ্টায় ৩০-৪০ কিমি থাকবে। শনিবার (পঞ্চমী) এবং রবিবার (ষষ্ঠী) দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ কমবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওয়া অফিস বলছে, মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে রবিবারপর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির জন্য ওই কয়েকদিন উত্তরবঙ্গের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। শুধুমাত্র ঝোড়ো হাওয়ার জন্য শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে।
কলকাতার আবহাওয়া
রাতের বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। হাওয়া অফিস বলছে, কলকাতায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।