Bengal 23 Districts Temperature Update: পারদ চড়ল কলকাতার, আজ কোথায়-কত তাপমাত্রা; বরফ পড়ছে পুরুলিয়ায়?

প্রবল শীতে কাঁপছিল বাংলা। এমনকি এই ঠান্ডায় পুরুলিয়াতেও ‘ভূমি তুহিন’ বা ‘গ্রাউন্ড ফ্রস্ট’-এর দেখা মিলেছে। গত কয়েক দিনে পুরুলিয়া জেলার একাধিক জায়গায় দেখা গিয়েছে মাটিতে পড়ে থাকা খড়ের উপর জমে রয়েছে বরফের আস্তরণ। তবে পৌষ মাস শেষের মুখে বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। রবিবার প্রায় সাড়ে তিন ডিগ্রি বেড়ে কলকাতার তাপমাত্রা পৌঁছল ১৫ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

Advertisement
পারদ চড়ল কলকাতার, আজ কোথায়-কত তাপমাত্রা; বরফ পড়ছে পুরুলিয়ায়?বাংলার ২৩ জেলায় কোথায় কত তাপমাত্রা?

প্রবল শীতে কাঁপছিল বাংলা। এমনকি এই ঠান্ডায় পুরুলিয়াতেও  ‘ভূমি তুহিন’ বা ‘গ্রাউন্ড ফ্রস্ট’-এর দেখা মিলেছে। গত কয়েক দিনে পুরুলিয়া জেলার একাধিক জায়গায় দেখা গিয়েছে  মাটিতে পড়ে থাকা খড়ের উপর জমে রয়েছে বরফের আস্তরণ। তবে পৌষ মাস শেষের মুখে বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রা।  রবিবার প্রায় সাড়ে তিন ডিগ্রি বেড়ে কলকাতার তাপমাত্রা পৌঁছল ১৫ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস বলছে, হাড়কাঁপানো ঠান্ডা থেকে আপাতত মুক্তি।  আগামী ৪৮ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রা। তবে তাপমাত্রা কিছুটা কমলেও শীতের স্পেল বজায় থাকবে পৌষের শেষে। মকর সংক্রান্তিতে বুধবার ফের কমবে তাপমাত্রা। 

জেলায় জেলায় পরিস্থিতি
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে আরও দু’ডিগ্রি চড়তে পারে পারদ। তার পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রা একইরকম থাকবে। আগামী কয়েক দিনে ঠান্ডা কিছুটা কমার পূর্বাভাসই দিচ্ছে আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী অন্তত তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি নীচে থাকতে পারে। বীরভূমের শ্রীনিকেতনে শনিবার ৬ ডিগ্রির ঘরে পারদ নেমে গিয়েছিল। রবিবার কিছুটা বেড়ে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই কমবেশি পারদ চড়েছে এবং ১০ ডিগ্রির উপরে উঠে গিয়েছে।

কোথায় কত সর্বনিম্ন তাপমাত্রা?

  • আলিপুর- ১৫ ডিগ্রি
  • দমদম - ১৫ ডিগ্রি
  • ডায়মন্ড হারবার- ১৪.৮ ডিগ্রি
  • দিঘা - ১৪.৪ ডিগ্রি 
  • কৃষ্ণনগর- ১০ ডিগ্রি
  • বাঁকুড়া- ১০.৪ ডিগ্রি
  • শ্রীনিকেতন- ১০.৪ ডিগ্রি
  • বহরমপুর- ৯.২ ডিগ্রি
  • সল্টলেক- ১৫.৮ ডিগ্রি
  • ক্যানিং- ১৪ ডিগ্রি
  • কাঁথি- ১১.৫ ডিগ্রি
  • হলদিয়া- ১৪.৫ ডিগ্রি
  • মগড়া- ১৩ ডিগ্রি
  • কলাইকুণ্ডা- ১৪.৯ ডিগ্রি
  • বর্ধমান- ১০ ডিগ্রি
  • পানাগড়- ১০.৯ ডিগ্রি
  • আসানসোল- ১০.৬ ডিগ্রি
  • পুরুলিয়া- ১০ ডিগ্রি
  • বারাকপুর- ১১.৬ ডিগ্রি
  • সিউড়ি- ১০ ডিগ্রি
  • ঝাড়গ্রাম- ১২.৯ ডিগ্রি
  • কল্যাণী- ১.২ ডিগ্রি
  • বসিরহাট- ১৩.৬ ডিগ্রি

উত্তবঙ্গের কোথায় কত সর্বনিম্ন তাপমাত্রা?

  • মালদা- ১০.৭ ডিগ্রি
  • দার্জিলিং- ৩.৬ ডিগ্রি
  • কোচবিহার- ৮.৮ ডিগ্রি
  • জলপাইগুড়ি - ৮.২ ডিগ্রি
  • আলিপুরদুয়াদুয়ার- ১১ ডিগ্রি
  • রায়গঞ্জ- ৯ ডিগ্রি
  • কালিম্পঙ- ৯ ডিগ্রি
  • বাগডোগরা - ১০.৬ ডিগ্রি
  • বালুরঘাট- ৯.৭ ডিগ্রি
  • দার্জিলিং PTO- ১.৮ ডিগ্রি

POST A COMMENT
Advertisement