হাতে গোনা কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এদিকে বৃষ্টি থামার নাম নেই। চলতি সপ্তাহেও রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস বলছে, ঘূর্ণাবর্তের প্রভাবে চলতি সপ্তাহেও উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে চলবে ঝড়বৃষ্টি। তবে বিক্ষিপ্ত ভাবে। আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক আপডেট।
রাজ্যে এখনই থামছে না বৃষ্টি
দেশের কিছু এলাকা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে এখনই বৃষ্টি থামবে না। বরং আরও কিছু দিন তা চলতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে রয়েছে উচ্চচাপ-যুক্ত ঘূর্ণাবর্ত। তার প্রভাবে সাগর থেকে রাজ্যে ছুটে আসছে জলীয় বাষ্প। ফলে বাংলার প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের দুই জেলায় হতে পারে ভারী বৃষ্টি। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে। সব জায়গায় বৃষ্টি হবে না।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
আগামী ২৪ ঘণ্টা উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কয়েকটি জেলাতেও। মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বেশ কিছু জায়গায়। এদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবার রয়েছে বিশ্বকর্মী পুজো। সেদিন আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে। সঙ্গে বইতে পারে ৩০ এথেক ৪০ কিমি বেগে দমকা হাওয়া। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা খেরে মাঝারি বর্ষণ হতে পারে। তার পরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে থামবে না।
কলকাতার আবহাওয়া
হাওয়া অফিস বলছে, কলকাতায় আপাতত কিছু দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কলকাতায় সকাল থেকেই হলুদ সতর্কতা জারি হয়েছে। এদিন শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।