Weekend Winter Weather Forecast: ঠান্ডার পারদ নেমেই চলেছে, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত? আবহাওয়ার লেটেস্ট আপডেট

বাধাহীন ভাবে বইছে উত্তুরে হাওয়া। আর তাতেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির ঘরে নেমে গেছে। পারদ পতন চলছে কলকাতাতেও। বলাই যায় জমিয়ে শীতের আমেজ উপভোগ করছে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী করেয়দিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
ঠান্ডার পারদ নেমেই চলেছে, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত? স্বাভাবিকের নীচে পারদ

বাধাহীন ভাবে বইছে উত্তুরে হাওয়া। আর তাতেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির ঘরে নেমে গেছে। পারদ পতন চলছে কলকাতাতেও। বলাই যায় জমিয়ে শীতের আমেজ উপভোগ করছে রাজ্যবাসী।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী করেয়দিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

হাওয়া অফিস কী বলছে?
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতেই উত্তর-পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার জোর বাড়বে, তখন আরও কমবে তাপমাত্রা। ফলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা ও আশপাশের জেলায় জমে উঠবে শীতের আমেজ।  আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত আগামী তিন-চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার আরও পতন হবে। এছাড়াও আপাতত এই সপ্তাহে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
 দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমেছে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা খুব বেশি হ্রাসের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। স্বাভাবিকের তুলনায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে তাপমাত্রা। পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে। এখন  ১৩-১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে রাজ্যের পশ্চিমের  জেলাগুলির পারদ। আপাতত এই ঠান্ডা আমেজই বজায় থাকবে। তবে পুরোপুরি শীত আসতে আরও বেশ কিছুটা দেরি রয়েছে বলেই মনে করা হচ্ছে।  সকালের দিকে পাতলা কুয়াশার দেখা মিললেও ঘন কুয়াশার আপাতত কোনও সতর্কতা থাকছে না।

উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন থাকছে না। কমবেশি সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে।  উত্তরবঙ্গেও কুয়াশার প্রভাব রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতার তাপমাত্রা
রবিবার থেকেই কলকাতার তাপমাত্রা রয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।  মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮° সেলসিয়াসের ঘরে। যেটা বুধবার কমে হয় ১৭ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি কম।  এখনও পুরোপুরি শীত না এলেও আগামী কয়েকদিন ভোরের দিকে হালকা কুয়াশা, সকাল ও সন্ধ্যায়  ঠান্ডা হাওয়া অনুভূত হবে কলকাতায়। 

Advertisement

POST A COMMENT
Advertisement