Weekly Weather Update: নতুন সপ্তাহেই আবহাওয়ার বড় বদল, কবে থেকে শীতের আমেজ?

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো মিটে গিয়েছে। কিন্তু বৃষ্টির খামতি নেই। গত শুক্রবারের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল শহর কলকাতা। তবে কালীপুজো, দীপাবলির আগেই সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। অর্থাৎ সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহেই বাংলায় ঘটবে বর্ষা বিদায়।

Advertisement
নতুন সপ্তাহেই আবহাওয়ার বড় বদল, কবে থেকে শীতের আমেজ? দীপাবলির আগেই শীত?


দুর্গাপুজো, লক্ষ্মীপুজো মিটে গিয়েছে। কিন্তু বৃষ্টির খামতি নেই। গত শুক্রবারের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল শহর কলকাতা। তবে কালীপুজো, দীপাবলির আগেই সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। অর্থাৎ সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহেই বাংলায় ঘটবে বর্ষা বিদায়।  আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বর্ষা বিদায় নিতেই শুরু হয়ে যাবে শুষ্ক আবহাওয়ার খেলা। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট

অবশেষে বৃষ্টির হাত থেকে মুক্তি
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বর্তমানে আপাতত মৌসুমী বায়ুর প্রভাবে স্থানীয় ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বাংলায়। আর দু’-তিন দিন এই পরিস্থিতি চলতে পারে রাজ্যে। তার পর ধীরে ধীরে এ বছরের মতো বর্ষা বিদায় নেবে বাংলা থেকে। একইসঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকেও বর্ষা বিদায় নেবে।  সবমিলিয়ে আগামী তিনদিনের মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে,  রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকবে। এদিন  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই সতর্কতাও জারি হয়নি। সোমবারও পূর্বাভাস একই। স্বল্প বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম,পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাকি জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বীরভূম জেলা থেকে বর্ষা বিদায় নিতে পারে বুধবারের মধ্যে। আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভোগান্তি আর পোহাতে হবে না। 

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত আর দুর্যোগের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং-এ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে রবিবার। অন্যদিকে মালদা , উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। এরমধ্যে দার্জিলিং,কালিম্পং জলপাইগুড়িতে সম্ভাবনা বেশি থাকবে। স্থানীয়ভাবে বজগর্ভ মেঘ থেকে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা। সোমবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা। আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও হতে পারে।  সব মিলিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতাও নেই। 

Advertisement

কলকাতার আবহাওয়া
আজ মূলত কলকাতা শহরের পরিষ্কার আকাশ থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম,; জলীয় বাষ্প বেশি তাই স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সোমবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু। শুষ্ক আবহাওয়াও শুরু হবে।  আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ।

POST A COMMENT
Advertisement