Durga Puja Weather Update: আজও ঠাকুর দেখা মাটি করবে বৃষ্টি? দশমী পর্যন্ত কোন জেলার কী পরিস্থিতি, জানুন আপডেট

দেবীপক্ষে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। চতুর্থীর সন্ধ্যায় ফের প্রবল বৃষ্টির সাক্ষী থাকল কলকাতা। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি থেকে আপাতত নিস্তার নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজোয় দশমী পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় কেমন আবহাওয়া থাকবে? চলুন হাওয়া অফিসের পূর্বাভাস জেনে নেওয়া যাক।

Advertisement
 আজও ঠাকুর দেখা মাটি করবে বৃষ্টি? দশমী পর্যন্ত কোন জেলার কী পরিস্থিতি, জানুন আপডেট পুজোয় ঝড়বৃষ্টির সতর্কতা

দেবীপক্ষে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। চতুর্থীর সন্ধ্যায় ফের প্রবল বৃষ্টির সাক্ষী থাকল কলকাতা। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি থেকে আপাতত নিস্তার নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পুজোর দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজোয়  দশমী পর্যন্ত রাজ্যের প্রতিটি জেলায় কেমন আবহাওয়া থাকবে? চলুন হাওয়া অফিসের পূর্বাভাস জেনে নেওয়া যাক।

নিম্নচাপের জেরে বৃষ্টি
হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। আজকের মধ্যেই তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম ও লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর শুক্রবার শক্তি বাড়াবে। গভীর নিম্নচাপ হিসেবে এটি দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূল দিয়ে শনিবার স্থলভূমিতে প্রবেশ করার পর মধ্য ভারতের দিকে সরে যাবে। শনিবার সকালে সেটি দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে। আবহাওয়া দফতর বলছে, এই গভীর নিম্নচাপটির সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়বে না। তবে গভীর নিম্নচাপটি বড়ো এলাকাজুড়ে অবস্থান করার জন্য ও এখন বর্ষা বিদায়ের সময় হওয়ায় এর পরোক্ষ প্রভাব কিছুটা পড়বে। মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। পাশাপাশি,  পুজোর মধ্যেই ৩০ সেপ্টেম্বর-১ অক্টোবর   (অষ্টমী-নবমী) নাগাদ উত্তর বঙ্গোপসাগর ও তার লাগোয়া অংশে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। জানিয়েছে দিল্লির মৌসম ভবন। তবে সেটির প্রভাব রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে কতটা পড়বে সেই ব্যাপারে আলিপুর অবহাওয়া দফতর এখনও জানায়নি। 

দক্ষিণবঙ্গের কোন জেলায় কী পূর্বাভাস?
নিম্নচাপের জেরে ২৬ সেপ্টেম্বর অর্থাৎ আজ বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।  ২৭ সেপ্টেম্বর, পঞ্চমীর দিন ভারী বৃষ্টি হতে পারে ২ মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ২৮ সেপ্টেম্বর অর্থাৎ ষষ্টীতে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।  ২৯ সেপ্টেম্বর, সপ্তমীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই  আগামী ৭ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মহানবমীর রাত থেকে ও দশমীর দিন আবহাওয়ার কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা আছে, পরে যে নিম্নচাপটি তৈরি হতে চলছে তার জন্য। আপাতত বলা হয়েছে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আপাতত বলা হয়েছে,নবমী পর্যন্ত  উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। সোমবার মালদা, দক্ষিণ দিনাজপুরের মতো উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলিও ভিজবে।

কলকাতার আবহাওয়া
 গতকাল  সন্ধ্যা নামতেই শহরের একাধিক পুজো মণ্ডপে ঠাকুর দেখার ঢল নামে।  এরমাঝেই চতুর্থীর সন্ধ্যায় প্রবল বৃষ্টির সাক্ষী থাকল কলকাতা। শহরে জারি হয় কমলা সতর্কতা। আজও  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। হাওয়া অফিস বলছে, কলকাতায় আগামী দু'দিন রোদের দেখা মিললেও মাঝে মাঝে মেঘলা আকাশ থাকবে এবং  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
 রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। তাঁদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা।

POST A COMMENT
Advertisement