West Bengal Jobs: চাকরির বিজ্ঞপ্তি জারি করল হাওড়া পুরনিগম (Howrah Municipal Corporation)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ২০টি পদে পার্ট টাইম মেডিক্যাল অফিসার (Part Time Medical Officer) নিয়োগ করা হবে। এই নিয়োগ হবে ন্যাশনাল আরবান হেল্থ মিশন (National Urban Health Mission)-এর আওতায়।
মোট ২০টি শূন্যপদে পার্ট টাইম মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে হাওড়া পুরনিগমে। পুরোপুরি চুক্তিভিত্তিক এই নিয়োগ। হাওড়া শহরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কাজ করতে হবে পার্ট টাইম মেডিক্যাল অফিসারদের। এই নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ (Walk in Interview) হবে। সেই ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানিয়েছে হাওড়া পুরনিগম।
পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদের জন্য যোগ্যতা
হাওড়া পুরনিগমের ওয়েবসাইটে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS হতে হবে। তার সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ চাই। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে প্রার্থীর নাম নথিভুক্ত থাকা প্রয়োজন।
কত মাইনে ও কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদে ২০ জনকে নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক ভাবে। মাসে ২৪ হাজার টাকা বেতন। ৬৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাত্ বয়ঃসীমা ৬৭ বছর।
কবে ইন্টারভিউ ও কীভাবে আবেদন?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর দুপুর ২টো থেকে ওয়াক ইন ইন্টারভিউ হবে প্রণব মুখার্জি সেবাগৃহ কনফারেন্স রুমে। হাওড়া পুরনিগমের ওয়েবসাইটে গিয়ে https://www.myhmc.in/ লিঙ্কে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করা যাবে।