Bengal migrant worker killed : ওড়িশায় খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, বাংলাদেশি সন্দেহে হত্যা; অভিযোগ তৃণমূলের

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের তিন বাসিন্দা জুয়েল রানা, আকির শেখ এবং পলাশ শেখ গত ২০ ডিসেম্বর জীবিকার সন্ধানে ওড়িশার সম্বলপুরে যান। গত রাতে ওই তিন যুবকের কর্মক্ষেত্রে অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

Advertisement
ওড়িশায় খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, বাংলাদেশি সন্দেহে হত্যা; অভিযোগ তৃণমূলের মৃত শ্রমিকের বাড়িতে পুলিশ
হাইলাইটস
  • ওড়িশার সম্বলপুরে খুন বাঙালি পরিযায়ী শ্রমিক
  • মৃতের নাম জুয়েল রানা

ওড়িশার সম্বলপুরে খুন বাঙালি পরিযায়ী শ্রমিক। মৃতের নাম জুয়েল রানা। বছর তিরিশের ওই যুবককে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই হামলায় আরও ২ পরিযায়ী শ্রমিক জখম হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। 

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের তিন বাসিন্দা জুয়েল রানা, আকির শেখ এবং পলাশ শেখ গত ২০ ডিসেম্বর জীবিকার সন্ধানে ওড়িশার সম্বলপুরে যান। গত রাতে ওই তিন যুবকের কর্মক্ষেত্রে অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির গুন্ডা হিসেবে পরিচিত একদল লোক মিথ্যা গুজব ছড়িয়ে ওই শ্রমিকদের উপর চড়া হয়। আরিক ও পলাশ ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে পারলেও জুয়েলকে ধরে ফেলে উন্মত্ত জনতা। তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তাদের তরফে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। অন্য দুই জখম এখন হাসপাতালে চিকিৎসাধীন। 

এই ঘটনার জন্য বিজেপি শাসিত ওড়িশা সরকারকে দায়ি করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের তরফে এক্স হ্যান্ডেলে অভিযোগ করা হয়, 'বিজেপি যে বাঙালি বিদ্বেষী তা ফের প্রমাণ করল। বাংলার প্রতি প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করছে গেরুয়া শিবির।' 

এক্স হ্যান্ডেলে তৃণমূল লেখে, ফের বাংলাদেশি অপবাদ দিয়ে বাঙালিকে খুন করা হল। অনুপ্রবেশকারী না হওয়া সত্ত্বেও একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। বছরের পর বছর ধরে বিজেপি বাংলাভাষী ভারতীয়দের অনুপ্রবেশকারী, বহিরাগত ও সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে আসছে। বাংলা বিজেপির কাছে আত্মসমর্পণ করতে না চাওয়ায় বাঙালিদের আর কতদিন এসব সহ্য করতে হবে? বাঙালি হওয়ার কারণে যদি এভাবে লাঞ্চনা সহ্য করা হয়, তাহলে তা আমরা সহ্য করব না। বাংলা মাথা নত করবে না। 

তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা পশ্চিমবঙ্গ পরিযায়ী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম এক্স হ্যান্ডেলে লেখেন, 'বিজেপি শাসিত রাজ্যে আবারও বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ ও হত্যা। সম্বলপুরে বিজেপির গুন্ডারা পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করে। তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেয়। মুর্শিদাবাদের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আরও দুজন জখম। বিজেপি কত নিরীহ বাংলাভাষী মানুষের প্রাণ চায়? এখন সময় এসেছে বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর।' 3

Advertisement

POST A COMMENT
Advertisement