Rain Forecast Durga Puja: পঞ্চমী থেকে দশমী কবে কেমন বৃষ্টি? এই প্রথম জানাল হাওয়া অফিস

মহালয়া থেকে দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে, সেটা স্পেশাল বুলেটিন দিয়ে জানাল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, এই মুহূর্তে সক্রিয় রয়েছে একটি নিম্নচাপরেখা। তার জেরে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি শুরু হচ্ছে রবিবার, ২১ সেপ্টেম্বর মহালয়া থেকে।

Advertisement
পঞ্চমী থেকে দশমী কবে কেমন বৃষ্টি? এই প্রথম জানাল হাওয়া অফিসদুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস
হাইলাইটস
  • পুজোয় নিম্নচাপ।
  • ৪ দিনই বৃষ্টি হতে পারে।

পুজোয় কি বৃষ্টি হবে? এই প্রশ্ন এখন সকলের। জুলাই থেকে ভাসাচ্ছে বৃষ্টি। এবার আবার সেপ্টেম্বরে পুজো। আর বর্ষা সাধারণত বিদায় নেয় অক্টোবরের মাঝামাঝি। পুজোয় বৃষ্টি নিয়ে এই প্রথম পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানাল, পুজোয় নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। এতেই শেষ নয়! তাহলে? সেটা জানতে পড়ুন পুরো প্রতিবেদন।    
 
মহালয়া থেকে দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে, সেটা স্পেশাল বুলেটিন দিয়ে জানাল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, এই মুহূর্তে সক্রিয় রয়েছে একটি নিম্নচাপরেখা। তার জেরে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি শুরু হচ্ছে রবিবার, ২১ সেপ্টেম্বর মহালয়া থেকে। ২১ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। 

উত্তর আন্দামান সাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা ২২ সেপ্টেম্বর চলে আসতে পারে উত্তর বঙ্গোপসাগরে। তার জেরে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। ২১ সেপ্টেম্বর আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রপাত-সহ হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়। পরের দিন ২২ সেপ্টেম্বরও মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ২৩ সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তারপর ২৪ এবং ২৫ সেপ্টেম্বরও হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায়। 

পঞ্চমী থেকে দশমী কেমন বৃষ্টি?

২৬ সেপ্টেম্বর চতুর্থী থেকে ভারী বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। তা চলবে ২ অক্টোবর পর্যন্ত। এ বছর বোধন ২৮ সেপ্টেম্বর। দশমী ২ অক্টোবর। ফলে গোটা পুজোতেই ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  

কলকাতায় পুজোয় কবে কেমন বৃষ্টি?

কলকাতার থিমপুজো দেখতে দূরদূরান্ত থেকে আসেন বহু মানুষ। কলকাতার আবহাওয়া কেমন থাকবে, তাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার আকাশ থাকবে মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে কলকাতায়। 

Advertisement

POST A COMMENT
Advertisement