Weekly Rain Weather Update: সোমবার থেকে তুমুল বৃষ্টি গাঙ্গেয় বঙ্গে, কোন জেলায় কী সতর্কতা? জানুন আপডেট

ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহের প্রথম থেকেই দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি বাড়বে। সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গেও টানা কয়েক দিন ধরে লাগাতার ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
সোমবার থেকে তুমুল বৃষ্টি গাঙ্গেয় বঙ্গে, কোন জেলায় কী সতর্কতা? জানুন আপডেটভারী বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়


ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে, নতুন  সপ্তাহের প্রথম থেকেই দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি বাড়বে। সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গেও টানা কয়েক দিন ধরে লাগাতার ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি
হাওয়া অফিস বলছে,  সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণের ৬ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। মঙ্গলবার দক্ষিণের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। 

কোন জেলায় কেমন বৃষ্টি
সপ্তাহের শুরুতে সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যাচ্ছে, নিম্নচাপ সরে গিয়ে এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একটি মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মূলত এরই প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ  কমবে।

উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে  রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। তবে কমবেশি বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। জানা যাচ্ছে,  একেবারে আগামী সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় হতে পারে ভারী বৃষ্টি।

Advertisement

কলকাতার আবহাওয়া
আজ মূলত মেঘলা আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে রয়েছে।

POST A COMMENT
Advertisement