March 1st Week Weather: মার্চের শুরুতেই কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি! বৃষ্টি হবে কোথায় কোথায়?

ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ পড়ল সবে, আর সেইসঙ্গেই আবহাওয়ার বদল নিয়ে বড় খবর শুনিয়ে দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে জেলায় জেলায়। কেমন থাকবে নতুন সপ্তাহে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
মার্চের শুরুতেই কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি! বৃষ্টি হবে কোথায় কোথায়?মার্চেই রেকর্ড গরম কলকাতায়

ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ পড়ল সবে, আর সেইসঙ্গেই আবহাওয়ার বদল নিয়ে বড় খবর শুনিয়ে দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে,  আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে জেলায় জেলায়। কেমন থাকবে নতুন সপ্তাহে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

দক্ষিণবঙ্গে ক্রমশ তাপমাত্রা বাড়বে
আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা বাড়তে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের। আগামী  সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা থাকতে পারে। পরে আংশিক মেঘলা আকাশ।  ৭ মার্চ পর্যন্ত সময়কালে দক্ষিণবঙ্গে কোথাও আর বৃষ্টি হবে না।  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি।    

উত্তরবঙ্গের পরিস্থিতি
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টি বা কোথাও কোথাও তুষারপাত হতে পারে। এর পাশাপাশি আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিস বলছে ৭ মার্চ পর্যন্ত উত্তরের সব জেলারই আবহায়া শুষ্ক থাকবে। উত্তরের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি। 

কলকাতার পরিস্থিতি
কলকাতা আগামী দু'দিন আরও বাড়বে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা। বেলার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সেইসঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। মার্চ মাসের শুরুতেই কলকাতার তাপমাত্রা ৩ থেকে ৪  ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পৌঁছতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি।

POST A COMMENT
Advertisement