দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। এদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরমধ্যেই আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। সবমিলিয়ে আজ ও আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই পূর্বাভাস।
নিম্নচাপ তৈরির সম্ভাবনা
উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বুধবার ১৩ অগাস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা। এমনই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়ে বাল্মিকী নগর ও জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত চলে গিয়েছে। এর জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে থাকবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
দক্ষিণবঙ্গের কোন জেলার কী পরিস্থিতি?
আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। এদিকে চলতি সপ্তাহে আবার বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে সপ্তাহের মধ্যভাগে কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে, ফলে দক্ষিণের জেলাগুলিতে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
উত্তরবঙ্গেরও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে যাবে। তবে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া
আজ শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ১৩ অগাস্ট বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ফলে বৃহস্পতি ও শুক্রবার কলকাতায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে বৃষ্টি হলেও বিক্ষিপ্ত ভাবে হবে। কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। কখনও হালকা রোদ আবার কখনও মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।