Heavy Rain Alert: টানা ৫ দিন দুর্যোগ, চলবে তুমুল বৃষ্টি, আগামী ২৪ ঘণ্টায় বড় বদল

এবার একুশে জুলাই কলকাতায় বৃষ্টি হয়নি একফোঁটাও। সেই কথা নিজের ভাষণেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি। যার ফলে দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় চলতি সপ্তাহেই বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে একটানা পাঁচদিন টালমাটাল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
টানা ৫ দিন দুর্যোগ, চলবে তুমুল বৃষ্টি, আগামী ২৪ ঘণ্টায় বড় বদল নিম্নচাপের ভারী বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

এবার একুশে জুলাই কলকাতায় বৃষ্টি হয়নি একফোঁটাও। সেই কথা নিজের ভাষণেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের নতুন করে  নিম্নচাপের ভ্রুকুটি।  যার ফলে দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় চলতি সপ্তাহেই বৃষ্টি হতে পারে।  হাওয়া অফিস বলছে  একটানা পাঁচদিন টালমাটাল হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট। 

নিম্নচাপের বৃষ্টি
হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে বঙ্গোপসাগরের উপরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। সেইসঙ্গে জম্মু, চণ্ডীগড়, সারসাওয়া, ফতেগড়, বারাণসী, রাঁচী, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে মৌসুমি অক্ষরেখা। এর  প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। জারি করা হয়েছে সতর্কতাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ চলবে ২৩ জুলাই, বুধবার থেকে ২৭ জুলাই রবিবার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে তা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন বৃষ্টি?
মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি চলছে। এই আবহে ২৪ জুলাই, বৃহস্পতিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে দক্ষিণের সব জেলায় চলবে ঝড়বৃষ্টি। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকেসব জেলাতেই ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এদিন দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় । সেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা।  শুক্রবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাগুলিতেও চলবে ঝড়বৃষ্টি। রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টি চলবে।

Advertisement

উত্তরবঙ্গেও বৃষ্টি
উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। শুক্রবার সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে । সেদিন ওই জেলাগুলিতে হতে পারে ভারী বর্ষণ। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। বাকি জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। 

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
২৪ জুলাই নিম্নচাপ তৈরি হওয়ার কারণে ওই দিন থেকে উত্তাল থাকবে সাগর। দমকা ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার। সেইকারণে মৎস্যজীবীদের ওই দিন থেকে পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতার আবহাওয়া
আজ কলকাতায় বৃষ্টির দাপট কম থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকে। বুধবার থেকে টানা চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস। 

POST A COMMENT
Advertisement