Bengal Heavy Rain Alert: টানা বৃষ্টি চলবে আর কতদিন? আজ কোন কোন জেলায় সতর্কতা, জানুন আপডেট

শহর কলকাতায় মঙ্গলবারের সকালটা শুরু হয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টি দিয়ে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে স্বাভাবিকের তুলনায় বেশি জলীয় বাষ্প থাকার কারণে অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে। উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক আপডেট।

Advertisement
টানা বৃষ্টি চলবে আর কতদিন? আজ কোন কোন জেলায় সতর্কতা, জানুন আপডেটভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

শহর কলকাতায় মঙ্গলবারের সকালটা শুরু হয়েছে মেঘলা আকাশ ও বৃষ্টি দিয়ে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে স্বাভাবিকের তুলনায় বেশি জলীয় বাষ্প থাকার কারণে অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি আরও বাড়বে। উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক আপডেট। 

হাওয়া অফিস জানাচ্ছে
 কয়েকদিন আগে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটি  এখন উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও লাগোয়া পূর্ব রাজস্থানের উপর আছে। নিম্নচাপটি রাজ্য থেকে অনেক দূরে সরে গেলেও উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু অংশে পড়ছে। রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। উত্তর বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটিও রাজ্যের উপর আছে। এই তিনটির প্রভাবে বৃষ্টির মেঘ সৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে।  উত্তর বাংলাদেশের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে সোমবার থেকে  কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির মাত্রা বেড়েছে। 

দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
আজ মঙ্গলবার, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, পুরুলিয়া জেলায়। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারও বৃষ্টি চলবে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের  বীরভূম ও মুর্শিদাবাদে। বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে, নদিয়া, মুর্শিদাবাদেও। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে বৃহস্পতিবার থেকে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।শনিবার পর্যন্ত একই রকম থাকবে পরিস্থিতি।

উত্তরবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গের পাশপাশি উত্তরবঙ্গেও এখন কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকাতেও। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায়। এছাড়া বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এবং বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৩১ জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে হাওয়া অফিস।  ৪ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে। হিমালয় লাগোয়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রভৃতি জেলার কোনও কোনও স্থানে ৩-৪ অগাস্ট অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এজন্য ওইসব এলাকায়  কমলা সতর্কতা জারি করা হয়েছে।
 
কলকাতার আবহাওয়া

সোমবারের মতো আজ মঙ্গলবারও কলকাতায় সকাল শুরু মেঘলা আকাশ দিয়ে। মঙ্গলবার কলকাতায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।  ঝড়বৃষ্টির জন্য বুধবার পর্যন্ত কলকাতায় হলুদ  সতর্কতা জারি রয়েছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। সোমবার বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম।  বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৮১ শতাংশ। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবেন শহরবাসী।

Advertisement

POST A COMMENT
Advertisement