পারদ নামছে, এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?সকালের দিকে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের নিচে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসে। হালকা শীতের অনুভূতি মিলছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেএই আরামদায়ক আবহাওয়া থাকছে না। এর মধ্যেই বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে বঙ্গে? কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
বৃষ্টির পূর্বাভাস
তাপমাত্রার পরিবর্তন হচ্ছে জেলায় জেলায়। হালকা শীতের শিরশিরানি অনুভব হচ্ছে। এরমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আপাতত বৃষ্টি দেখা মিলছে দক্ষিণের এই জেলাগুলিতে। তবে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। হাওয়া অফিস বলছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ এবং উত্তর-পূর্ব অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এ ছাড়া, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি বুধবারের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে মায়ানমার-বাংলাদেশ উপকূল অভিমুখে এগোবে। এর প্রভাবে বুধবার উত্তাল থাকবে সমুদ্র। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হালকা বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে সে ভাবে পড়বে না। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ঠান্ডার আমেজ মিলতে শুরু করেছে। একই পরিস্থিতির পরশ মিলছে সন্ধ্যে নামলেও। আগামী দিন পাঁচেক দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও আবহাওয়া শুষ্ক হবে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। তবে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় রাতে ও ভোরে কুয়াশার সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে ভীষণভাবে। ইতিমধ্যেই রাতের দিকে দার্জিলিং কালিম্পঙের তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ১২-১৩ ডিগ্রির ঘরে।
কলকাতা নিয়ে পূর্বাভাস
আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে একেবারে মনোরম আবহাওয়া। বেলা বাড়লে রোদ ঝলমলে আকাশ থাকবে শহর কলকাতায়। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।
জাঁকিয়ে শীত কবে?
মোটামুটি ভাবে নভেম্বর মাসের শুরু থেকে শীতের আমেজ মিলতে শুরু করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সুতরাং একটু একটু করে এবার পারদ নামার সময়। আপাতত দিন পাঁচেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। সুতরাং জাঁকিয়ে ঠান্ডা এবার কবে থেকে পড়তে পারে সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাতে পারেননি আবহাওয়াবিদরা। শীত আসতে আসতে ডিসেম্বর হয়ে যাবে।