Weekend Rain Weather Update: জেলায় জেলায় আজও ভারী বৃষ্টি, সপ্তাহান্তে কেমন থাকবে বাংলার আবহাওয়া?

গভীর নিম্নচাপ শক্তি হারিয়েছে ঝাড়খণ্ডে। শক্তি খুইয়ে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বুধবার থেকেই তার প্রভাব কমেছে রাজ্যে। তবে বৃষ্টির পরিমাণ কমলেও পুরোপুরি থামবে না বলেই জানিয়ে দিয়েছে আবহবিদরা। আজ দিনভর বাংলার আবহাওয়া কেমন থাকবে? আগামী সাতদিনে ভোগান্তি বাড়বে না কমবে? চলুন জেনে নেওয়া যাক বাংলার প্রতিটি জেলার আপডেট।

Advertisement
জেলায় জেলায় আজও ভারী বৃষ্টি, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?জানুন আজকের আবহাওয়া আপডেট


গভীর নিম্নচাপ শক্তি হারিয়েছে ঝাড়খণ্ডে। শক্তি খুইয়ে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বুধবার থেকেই তার প্রভাব কমেছে রাজ্যে। তবে বৃষ্টির পরিমাণ কমলেও পুরোপুরি থামবে না বলেই জানিয়ে দিয়েছে  আবহবিদরা। আজ দিনভর বাংলার আবহাওয়া কেমন থাকবে? আগামী সাতদিনে ভোগান্তি বাড়বে না কমবে? চলুন জেনে নেওয়া যাক বাংলার প্রতিটি জেলার আপডেট।

নিম্বচাপ সরে গিয়েছে
বঙ্গোপসাগরের উত্তর দিকে, ওডিশা ও বাংলার সীমানা বরাবর এলাকায় একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার জন্যই দক্ষিণবঙ্গে গত তিন দিন বৃষ্টি হয়েছে। তবে নিম্নচাপটি আপাতত বাংলা ছেড়ে প্রতিবেশি ঝাড়খণ্ড ও বিহারের উপরে সরে গিয়েছে। নিম্নচাপ সরলেও হাওয়া অফিস জানিয়েছে, বাংলার উপর বর্তমানে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তাই, ২২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে  উত্তরবঙ্গের সব জেলাতেও। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া
মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে শুধুই মৌসুমী অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে বৃষ্টি কমবে। তবে বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় বৃষ্টি থাকবে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।  বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিন  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হবে।  শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আজ থেকে  তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে  
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কয়েক দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই তিন জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা আছে। কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। তবে মঙ্গলবার থেকে কিছুটা কমতে পারে বর্ষার দাপট।

Advertisement

কলকাতার আবহাওয়া
এদিন মোটের উপর সারা দিন আকাশ মেঘলাই থাকবে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সব কারণে বৃহস্পতিবারও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকতে পারে। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রির আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে।
 

POST A COMMENT
Advertisement