Bengal Weather Update: সপ্তাহান্তেই গরম বাড়বে দক্ষিণবঙ্গে, বৃষ্টির সম্ভাবনা আছে? জানুন আপডেট

বৃষ্টি আপাতত বিদায় নিয়েছে দক্ষিণবঙ্গ থেকে । ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমছে। হাওয়া অফিস বলছে, জেলায় জেলায় আগামী দু'দিন একই রকম পরিস্থিতি থাকতে পারে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে। সেইসঙ্গে বুধবার থেকে আবার গরম বাড়বে। চলুন জেনে নেওয়া যাক বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়া আপডেট।

Advertisement
সপ্তাহান্তেই গরম বাড়বে দক্ষিণবঙ্গে, বৃষ্টির সম্ভাবনা আছে? বুধবার থেকে চড়বে পারদ

বৃষ্টি আপাতত বিদায় নিয়েছে দক্ষিণবঙ্গ থেকে । ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমছে। হাওয়া অফিস বলছে, জেলায় জেলায় আগামী দু'দিন একই রকম পরিস্থিতি থাকতে পারে।  চলতি সপ্তাহে  দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে। সেইসঙ্গে বুধবার থেকে আবার গরম বাড়বে। চলুন জেনে নেওয়া যাক বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়া আপডেট।

এবার গরম বাড়বে
শীত এবারের মত বিদায় নিয়েছে।  হাওয়া অফিস বলছে, ধীরে ধীরে বাংলায় এবার গরম বাড়বে। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তাহের শেষে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো তাপমাত্রায় স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। যে কারণে সপ্তাহান্তে  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ /২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছতে পারে।

বৃষ্টি হবে এই জেলাগুলিতে
আলিপুর আবহাওয়া দফতরের ডিরেক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা আর নেই। ফলে গরম বাড়বে। তুলনামূলকভাবে উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা সন্তোষজনক। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা শুষ্ক। থাকবে ৪ দিন একই তাপমাত্রা থাকবে। তারপর থেকে সবজায়গায় তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা তুষারপাতের সম্ভাবনা আছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। সেইসঙ্গে ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে। শুক্রবার ফের বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।

মার্চ মাসের শুরুতে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমছে। আগামী দু'দিন পরিস্থিতি একই রকম থাকতে পারে। দু'দিন   পর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো  তাপমাত্রাই  বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের।

কলকাতার পরিস্থিতি
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে আগামী কয়েকদিন। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।  শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ২ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্র ২০ ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০-এর কাছাকাছি থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য বাড়বে। উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।

Advertisement

POST A COMMENT
Advertisement