পৌষ সংক্রান্তিতে আরও নামবে পারদ?কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে শীতের দাপট অব্যাহত। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। এই সপ্তাহে হাড়কাঁপানো ঠান্ডা দেখেছে রাজ্যবাসী। কলকাতার তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রিতে। সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।
হাওয়া অফিসের পূর্বাভাস
পৌষের শেষে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলা। উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ। কলকাতা থেকে জেলা, সর্বত্রই কনকনে ঠান্ডায় কার্যত জবুথবু সাধারণ মানুষ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৫-৬ দিন আবহাওয়ার এই পরিস্থিতিতে বড়সড় কোনও বদল আসার সম্ভাবনা নেই। অর্থাৎ, আগামী এক সপ্তাহ রাজ্যবাসী জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবেন। ফলে মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডা রাজ্যের সর্বত্র থাকবে বলেই আশা। তবে আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা কড়া রোদ উঠলে শীতের অনুভূতি কিছুটা কম হতে পারে। কিন্তু সূর্য ডুবলেই ফের ফিরবে কনকনে উত্তুরে হাওয়ার দাপট। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন কুয়াশার দাপট খুব একটা কমবে না বলেই জানা যাচ্ছে।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে আরও দু’ডিগ্রি চড়তে পারে পারদ। তার পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রা একইরকম থাকবে। অর্থাৎ, আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বোচ্চ তাপমাত্রার উল্লেথযোগ্য কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নীচে থাকবে, তবে তা স্বাভাবিকের নীচেই থাকবে। অর্থাৎ শীত ধীরে ধীরে কমবে, হঠাৎ বিদায় নেবে না। সার্বিকভাবে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না কোনও জেলায়।
উত্তরবঙ্গ নিয়ে পূর্বাভাস
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। একাধিক জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। সর্বত্র শুকনো আবহাওয়া থাকলেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকতে পারে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত। এ ছাড়া বাকি জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা থাকবে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের আশপাশে।
কুয়াশার দাপট অব্যাহত
আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে কুয়াশার দাপট। ভোরের দিকে দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। উত্তরবঙ্গও থাকবে কুয়াশাচ্ছন্ন। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহারে ভোরের দিকে দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ থেকে ৫০ মিটারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহারে সোমবারও থাকবে হলুদ সতর্কতা। হাওয়া অফিস বলছে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। আবার রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে কোনও জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।
কলকাতার আবহাওয়া
গত মঙ্গলবার ছিল চলতি সপ্তাহে কলকাতার সবচেয়ে ঠান্ডা দিন। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারের পর থেকে তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে, তবে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকায় শীতের অনুভূতি কমবে না। কলকাতায় যেমন আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকতে পারে। সূর্যাস্তের পর এবং ভোরের দিকে শীতের দাপট আরও বেশি অনুভূত হবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি।