Bengal Cold Wave Alert: এই জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা, আর ঠিক কতটা ঠান্ডা পড়বে? আবহাওয়ার আগাম খবর

প্রবল শীতে কাঁপছেন গোটা দক্ষিণবঙ্গবাসী। জুবুথুবু অবস্থা জেলায় জেলায়। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিসের আশঙ্কা, আরও কমতে পারে একাধিক জেলার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, হাড়কাঁপানো ঠান্ডা আগামী দিনে পড়তে পারে। ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে পারদ। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

Advertisement
এই জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা, আর ঠিক কতটা ঠান্ডা পড়বে? কত দিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে?

প্রবল শীতে কাঁপছেন গোটা দক্ষিণবঙ্গবাসী। জুবুথুবু অবস্থা জেলায় জেলায়।  সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার ভোরেও ১০ ডিগ্রির ঘরেই রইল কলকাতার পারদ।  এদিন আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, দমদমে তাপমাত্রা নেমে গিয়েছে ৯.৮ ডিগ্রিতে। হাওয়া অফিসের আশঙ্কা, আরও কমতে পারে একাধিক জেলার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর বলছে, হাড়কাঁপানো ঠান্ডা আগামী দিনে পড়তে পারে। ৩ থেকে ৪ ডিগ্রি নামতে পারে পারদ। চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।

হাওয়া অফিসের পূর্বাভাস
আবহাওয়ার রিপোর্ট বলছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী ২৪ ঘণ্টায় শক্তিশালী হয়ে ডিপ্রেশনে পরিণত হতে পারে। এছাড়াও ত্রিপুরা সংলগ্ন একটি এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এই দুই সিস্টেমের ফলে পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর পশ্চিম ও উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া বইবে। ফলে উত্তুরে হাওয়া আরও কাঁপুনি বাড়াবে,  তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমের দিকে যাবে।

তাপমাত্রা আর কতটা নামতে পারে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রা (Minimum Temperature) আগামী চার দিনে রাজ্যের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। দিনের তাপমাত্রা (Maximum Temperature) দক্ষিণবঙ্গে আগামী তিন দিন স্বাভাবিকের থেকে ৩–৫ ডিগ্রি কম থাকতে পারে।  উত্তরবঙ্গে এই সময়কালে দিনের তাপমাত্রা ৪–৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে অনেক জায়গাতেই দিনভর রোদ উঠলেও উষ্ণতা মিলবে না—এটাই ‘কোল্ড ডে’-র বৈশিষ্ট্য।

দক্ষিণবঙ্গ নিয়ে সতর্কতা
হাওয়া অফিস বলছে, আগামী দিনে আরও জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে। সেই শীত স্থায়ী হবে অন্তত আরও পাঁচ দিন। একই সঙ্গে ভোগাবে কুয়াশা। আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলা থাকবে কুয়াশাচ্ছন্ন। দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। তবে কুয়াশার জন্য সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। দক্ষিণবঙ্গে আগামী তিন দিন স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি কম থাকতে পারে দিনের তাপমাত্রা। আজ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনায় ঘন কুয়াশার আচ্ছাদন থাকবে। বীরভূম ও পূর্ব বর্ধমানে কোল্ড ডে ও কোল্ড ওয়েভের পূর্বাভাস রয়েছে।  রোদ না থাকলেও আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার ফের ঘন কুয়াশার সম্ভাবনা। বীরভূম ও পূর্ব বর্ধমানে কোল্ড ডে ও কোল্ড ওয়েভ বজায় থাকবে। শুক্রবার বীরভূমে কোল্ড ডে ও কোল্ড ওয়েভ থাকবে। মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায় কোল্ড ডে।   পূর্ব বর্ধমান ও বীরভূমে ‘কোল্ড অ্যালার্ট’ রয়েছে। এছাড়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়াতেও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি হবে।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
আগামী তিনদিন উত্তরবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ৮ জানুয়ারি পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ‘কোল্ড ডে’ থাকবে। প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংএ বিক্ষিপ্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সর্বত্রই প্রায় কুয়াশার সতর্কতা জারি রয়েছে। বুধবার উত্তরবঙ্গের আট জেলাতেই দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ থেকে ৫০ মিটারে। বুধবার সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও দার্জিলিং, জলপাইগুড়িতে ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। আজ ও কাল কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ‘কোল্ড ডে’র পূর্বাভাস রয়েছে। শুক্রবারও কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোল্ড ডে অব্যাহত থাকবে।

কলকাতা নিয়ে পূর্বাভাস
 শহরে জাঁকিয়ে বসেছে ঠান্ডা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে চলতি সপ্তাহে। রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।  বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সাত দিন। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। 

POST A COMMENT
Advertisement