রাজ্যের সর্বত্র পারদ পতনের পূর্বাভাসধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত। ভোরে ও রাতে শিরশিরে ঠান্ডা টের পাচ্ছেন কলকাতা সহ রাজ্যবাসী। ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে শহর কলকাতার পারদ। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় রাতের দিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
হাওয়া অফিস কী বলছে?
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তর দিক থেকে অবাধে ঠান্ডা বাতাস প্রবেশ করায় রাজ্যে তার প্রভাব পড়ছে। দিনের বেলা আকাশ পরিষ্কার থাকলেও ভোর ও রাতের দিকে কুয়াশার দাপট বাড়বে। আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান সময় বঙ্গোপসাগরে কোথাও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই। যার কারণবশত এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। যার ফলে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। দৃশ্যমানতা কিছুটা কমে আসতে পারে। তবে আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি। আলিপুর আবহাওয়া জানিয়েছে,আগামী সপ্তাহে পারদ আরও একটু নামতে পারে। শনিবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে। ১১.৫ ডিগ্রিতে নেমেছে সেখানকার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে এই তাপমাত্রা আরও কমতে পারে। সেইসঙ্গে উত্তুরে হাওয়ার প্রভাবও বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ইতিমধ্যেই জমাটি শীতের দাপট। পাহাড়ি শহর দার্জিলিঙে শনিবার তাপমাত্রা নেমে গিয়েছিল ৬.৬ ডিগ্রিতে। কালিম্পং জেলাতেও তীব্র ঠান্ডায় কাঁপছেন পাহাড়বাসী। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও ঠান্ডার প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। হাওয়া অফিসের মতে, আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও নেমে যেতে পারে। উত্তরবঙ্গে কুয়াশা বেশি হতে পারে। দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে।
কলকাতার আবহাওয়া
শহর কলকাতায় ১৫ ডিগ্রির আশপাশে থাকছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। গত শুক্রবার ফের ১৪ ডিগ্রির ঘরেও নেমেছিল তাপমাত্রার পারদ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। আগামী কয়েকদিনে কলকাতায় তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে ৷ ফলে কলকাতাতেও সামনের দিনগুলিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল।