পচা ডিম-মুখে গোবর-জুতোর মালা, শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্তকে ঝাঁটা দিয়ে মারধর!

অভিযোগ, ট্রেনের টিকিট কিনতে যখন লোকজন লাইনে দাঁড়িয়েছিলেন, তখন ওই যুবক টিকিট কাউন্টারে এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ধৃত যুবককে এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করার সময় হাতেনাতে ধরা হয়।

Advertisement
পচা ডিম-মুখে গোবর-জুতোর মালা, শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্তকে ঝাঁটা দিয়ে মারধর!পচা ডিম-মুখে গোবর-জুতোর মালা, শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্তকে মারধর!
হাইলাইটস
  • খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে
  • ধৃত যুবকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি

শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত এক যুবককে বেড়ধক মারধর করা হল। শুধু তাই নয়, তাঁর মাথায় পচা ডিম ভাঙা হয়, মুখে গোবর লাগিয়ে জুতোর মালা পরানো হয়। ঘটনটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। শনিবার সকালে হিন্দমোটর টিকিট কাউন্টারে ঘটনাটি ঘটে।

অভিযোগ, ট্রেনের টিকিট কিনতে যখন লোকজন লাইনে দাঁড়িয়েছিলেন, তখন ওই যুবক টিকিট কাউন্টারে এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ধৃত যুবককে এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করার সময় হাতেনাতে ধরা হয়। এরপর স্থানীয়রা তাঁকে মারধর করে। তাঁর মাথায় পচা ডিম ভেঙে দেওয়া হয়। মুখে গোবর মাখিয়ে গলায় জুতোর মালা ঝুলিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

গত বছরের অগাস্টে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক গৃহশিক্ষককে কান ধরে ওঠবোস করানো হয় উত্তরপাড়ায়। ভিডিও দেখার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পেশায় গৃহশিক্ষক বায়োলজি পড়াতেন। তাঁর বাড়িতে বহু ছাত্রছাত্রী পড়তে আসতেন। একদিন, বিকাল ৪টে নাগাদ বালি এলাকা থেকে একাদশ শ্রেণির এক ছাত্রী পড়তে এসেছিলেন ওই শিক্ষকের কাছে। ছাত্রীর বাবার দাবি, তখন ওই গৃহশিক্ষকের ঘরে একাই ছিল তাঁর মেয়ে। সেই সুযোগে শ্লীলতাহানি করা হয়।

POST A COMMENT
Advertisement