Murshidabad Youth Suicide ইন্ডিয়া-অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল ম্য়াচ চলছিল। টিভিতে সেই ম্যাচের বদলে বাড়ির লোক সিরিয়াল দেখতে চেয়েছিল। আর তা মেনে নিতে না পেরে অভিমানে আত্মঘাতী বছর সতেরোর যুবক। ঘটনা মুর্শিদাবাদের সামসেরগঞ্জের জিয়াতকুণ্ডু গ্রামের।
মঙ্গলবার ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলছিল। বাড়িতেই ছিল বিট্টু কর্মকার। সে খেলা দেখার জন্য জেদাজেদি করে। কিন্তু পরিবারের সদস্যরা জানিয়ে দেন, তাঁরা সিরিয়াল দেখবেন। এই নিয়ে বিবাদও শুরু হয়। বিট্টুকে সাফ জানিয়ে দেওয়া হয়, খেলা দেখা হবে না। তারপরই পাশের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় সে।
অনেকক্ষণ কেটে গেলেও ঘর থেকে বেরিয়ে আসেনি বিট্টু। তাতে বাড়ির লোকজনের সন্দেহ হয়। তাঁরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু বিট্টুর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। খবর পেয়ে আসেন প্রতিবেশীরাও। বেগতিক দেখে দরজা ভাঙা হয়। তারপরই চক্ষু চড়কগাছ সবার। দেখা যায়, বিট্টু গলায় শাড়ির ফাঁস লাগিয়ে ঝুলছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় তাঁরা। পরে দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনা নিয়ে বিট্টুর জামাইবাবু জানান, এই সামান্য অশান্তি নিয়ে বিট্টু এত বড় কাণ্ড করে বসবে তা বাড়ির লোক ঘুণাক্ষরেও টের পায়নি। সামান্য কথা কাটাকাটির পরই বিট্টু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সবাই ভেবেছিল, রাগ কমলে চলে আসবে। সন্ধে সাতটা নাগাদ রাগারাগি হয়। আটটার দিতে দেহ উদ্ধার হয় ঘর থেকে।