Advertisement

Baby Elephant Takes Birth in Bishnupur Forest: বাঁকুড়ার জঙ্গলে হস্তি শাবকের জন্ম, নাম রাখা হল সারদা

বিষ্ণুপুরের জঙ্গলে জন্ম নিল হস্তি সাবক। সাধ করে বনদফতরের কর্মীরা নাম রাখল 'সারদা'। বনদফতর সূত্রে খবর, বাঁকাদহ রেঞ্জের চিলিং বাঁধের কাছে জন্ম হয় হাতিটির। রাতভর বাচ্চাটিকে আগলে রাখে মা সহ অন্য হাতির দল। ভোরের আলো ফুটতেই সদ্যোজাতকে নিয়ে মেদিনীপুরের জঙ্গলের দিকে অগ্রসর হয় হাতির দলটি। বনদফতরের তরফে জানানো হয়, যেহেতু বাঁকুড়া সারদা মায়ের জন্মস্থান তাই হাতির নামকরণও করা হয়েছে সারদা মায়ের নামে।

Advertisement
POST A COMMENT