Advertisement

Adhir Ranjan Chowdhury at RG Kar Hospital: 'একটু জল অফার করতাম', আরজি করে অধীরকে ঢুকতে 'বাধা' পুলিশের

আরজি কর হাসপাতালে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার দুপুরে রাজ্য কংগ্রেস নেতাদের নিয়ে আরজি কর হাসপাতালে যান। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানান, রাজনীতিকদের হাসপাতালের ভিতরে ঢুকতে দিতে চান না। আপত্তি জানান পুলিশকর্মীরা। অধীর বলেন,'নেতা হিসাবে নয়, সহমর্মী মানুষ হিসাবে এসেছিলাম। বজ্র আঁটুনি ফস্কা গেরো। সব ঘটনা ঘটে গেল'। তার আগে নিহত চিকিৎসকের বাড়িতেও যান বহরমপুরের প্রাক্তন সাংসদ।

Advertisement
POST A COMMENT