ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ২৩ তারিখ থেকেই রাজ্যে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাব। পাশাপাশি ২১ তারিখ অর্থাৎ আজ থেকেই মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আর সকাল থেকে তারই তৎপরতা দেখা গেল উপকূলবর্তী ফ্রেজারগঞ্জে। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের এবং মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকিং চালাচ্ছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। উল্লেখ্য নদী তীরবর্তী এলাকার মানুষদের জন্য ইতিমধ্যেই প্রশাসনের তরফে সরকারি ফ্লাড সেন্টারে তৈরি করা হয়েছে এবং কাঁচা বাড়ি ছেড়ে সেখানেই চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে এলাকাবাসীকে।