Advertisement

Mamata Banerjee on Rain: এখানে বৃষ্টিতে এফেক্ট হয় না, পরিকল্পিতভাবে জল ছাড়লে, ডিভিসি... তখন হয়: মমতা

দানা ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের আশঙ্কার সারারাত নবান্নের কন্ট্রোল রুমে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শুক্রবার বেলায় সাংবাদিক সম্মেলন করেন। সেখানে ঝড়-বৃষ্টির প্রভাব নিয়ে আলোচনা করেন। বৃষ্টির ফলে কোন কোন জায়গা জলমগ্ন, কোথায় জল দাঁড়িয়ে আছে তার রিপোর্ট নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। বলেন, 'ঝাড়খণ্ডে এখনও বৃষ্টি হয়নি থাঙ্ক গড। বৃষ্টির উপরে যদি জল ছাড়ে, কিছু তো ছেড়েছে। কিন্তু সেটাতে এফেক্ট হবে না। আমাদের এখানে বৃষ্টিতে এফেক্ট হয় না, পরিকল্পিতভাবে জল ছাড়লে, ডিভিসি... তখন হয়।'

Advertisement
POST A COMMENT