scorecardresearch
 
Advertisement

Digha Trawler Accident: যেন টাইটানিক! দীঘার সমুদ্রে ডুবে যাচ্ছে ইলিশভর্তি ট্রলার​​, দেখুন ভিডিও

Digha Trawler Accident: যেন টাইটানিক! দীঘার সমুদ্রে ডুবে যাচ্ছে ইলিশভর্তি ট্রলার​​, দেখুন ভিডিও

বর্ষার মরসুম। তাই বাঙালির পাতে সাধের ইলিশ তুলে দিতে এই সময় জেলেদের যাকে বলে নাওয়া খাওয়ার সময় নেই। সেই লক্ষ্যেই রুপোলি শস্য তুলে আনতে দিঘার সমুদ্রে পাড়ি দিয়েছিলেন কয়েকজন মৎস্যজীবী। কিন্তু মাঝ ধরে ফেরার পথেই ঘটল বিপত্তি। মোহনার কাছে চড়ায় ধাক্কা লেগে প্রায় ডুবতেই বসেছিল ট্রলারটি। বুধবার, 28 জুন রাতে মাঝ ধরে ফেরার সময় চড়ায় ধাক্কা লেগে উল্টে যায় ট্রলার দুটি। অন্নদাময়ী এবং এবং শিবানী নামের এই দুটি ট্রলারে ছিলেন প্রায় 30 জন মৎস্যজীবী। দুর্ঘটনার পর কোনওরকমে সাঁতার কেটে শঙ্করপুর সমুদ্র তীরে ওঠেন। 15 জুন থেকে ব্যান্ড পিরিয়ড শেষ হওয়ার পরেই মৎস্যজীবীরা ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছিলেন দূর সমুদ্রে। বুধবার ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টি চলতে থাকায় ট্রলারগুলি একসঙ্গে দিঘা মোহনায় ঢোকার চেষ্টা করছিল। সমুদ্রের চড়ায় ধাক্কা লাগে ট্রলার দুটির । সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেকটি ট্রলার তৈরিতে খরচ পড়ে প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকা।

digha trawler sinking accident.

Advertisement