Advertisement

হঠাত্‍ পুকুরে তেলের 'বন্যা', ড্রাম-বালতি নিয়ে নেমে পড়লেন গ্রামবাসীরা, হলদিয়ার VIDEO VIRAL

হঠাত্‍ হলদিয়ায় পুকুরে অপরিশোধিত ভর্তি। সেই তেল তুলতে রীতিমতো হুড়োহুড়ি কাণ্ড। গ্রামবাসীরা বালতি, ক্যানন, ড্রাম নিয়ে নেমে পড়লেন পুকুরে। যে যত পারছেন, তেল তুলে নিচ্ছেন। হলদিয়ার সেই ভিডিও আপাতত ভাইরাল। স্থানীয় বাসিন্দাদের কারও দাবি, জাহাজ ফুটো হয়ে গিয়েছে অপরিশোধিত তেল বেরিয়ে গিয়েছে। আবার কারও দাবি, দুষ্কৃতীরা তেল চুরি করতে পাইপ ফুটো করে দিয়েছে।

Advertisement
POST A COMMENT