Advertisement

Birbhum Bomb Recovery : বোমাভূমে চারিদিকে উদ্ধার বোমা-গুলি, ভোট কি আদৌ শান্তিতে হবে?

আসন্ন পঞ্চায়েত ভোটের আগে ফের তপ্ত বীরভূম। প্রায় নিয়ম করেই বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। শনিবার 17 জুন বীরবূমের সিউড়ি বাসস্ট্যান্ড থেকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বীরভূমের সিউড়ি বাস স্ট্যান্ড থেকে 3 টি সেমি-অটোমেটিক পিস্তল, 1 টি ইম্প্রোভাইজ পাইপগান, 5 টি পিস্তল ম্যাগাজিন, 71 রাউন্ড কার্তুজ সহ 1 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে রাজ্য STF। সিউড়ি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। এদিকে এদিনই বীরভূমের শান্তিনিকেতন, আহমেদপুর ও নানুরের 3 জায়গাতে বোমা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে। নানুর থানার অন্তগর্ত 25 - 30 টি ,শান্তিনিকেতন থানা এলকা থেকে 50 টির মতো ।

Again 14 Fresh Bombs recovered In Birbhum

Advertisement