Advertisement

Bankura Train Accident: বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ি, লাইনচ্যুত বেশ কয়েকটি বগি

ফের ট্রেন দুর্ঘটনা। এবার বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ হয়েছে। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ১২টি বগি লাইনচ্যুত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ভোর ৪টে নাগাদ এই দুর্ঘটনার জেরে আদ্রা-খড়গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। জানা গিয়েছে, ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। দুর্ঘটনার পরই স্থানীয় লোকজন পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয়রাই দুই মালগাড়ির চালকদের উদ্ধার করেন দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি তবে একটি মালগাড়ির চালক সামান্য আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেল আধিকারিকদের মতে, দুটি মালগাড়িই খালি ছিল। দুর্ঘটনার কারণ কী এবং কীভাবে দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
POST A COMMENT