Advertisement

Nine pairs Twins Baby Within 24 Hours: লক্ষ্মীপুজোর দিন মিরাকল! ৯ জোড়া যমজ শিশুর জন্ম বর্ধমান মেডিক্যালে, দেখুন

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে 'মিব়াকল'। ২৪ ঘণ্টায় ৯ জোড়া যমজ শিশুর জন্ম হল হাসপাতালে। একদিনে ১৮টি যমজ শিশুর জন্মের মতো ঘটনা রাজ্যে প্রথম বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। অন্তত বর্ধমানের হাসপাতালে তো এই ঘটনা বিরলই। হাসপাতাল সূত্রে খবর, জন্ম নেওয়া ১৮ টি শিশুর মধ্যে ১১টিই কন্যা সন্তান। বাকি ৭টি পুত্র সন্তান। আপাতত মা এবং শিশু সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সুপার তাপস ঘোষ।

Advertisement
POST A COMMENT