Advertisement

Kirti Azad Attacks Dilip Ghosh : 'দিলীপকে ঠান্ডা করতে 1 মিনিট লাগবে', কীর্তি আজাদের সাহস দেখুন?

এলাকায় শান্তি বজায় রাখুন তা না হলে এক মিনিট সময় লাগবে সব শান্ত করতে। বুধবার সকাল সাড়ে নটা নাগাদ পানাগড়ে নির্বাচনী প্রচারে এসে দিলীপ ঘোষের উদ্যেশ্যে এমনটাই হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী কৃতি আজাদ। তিনি বলেন যেভাবে বর্ধমানে তৃণমূল কর্মীকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কাজ করলে দিলীপ ঘোষ এবং তার দলবলকে শান্ত করতে তার এক মিনিট সময় লাগবে। কারণ একসময় তিনি ক্রিকেট খেলা খেললেও রাজনীতিতে খেলাটা তার বহু পুরনো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে তিনি বলেন, যে, মা বোনেদের সম্মান করে না, মা দুর্গা কে তার পিতৃ পরিচয় জিজ্ঞাসা করেন।

Kirti Azad Attacks Dilip Ghosh

Advertisement