রাজ্যের মুখ্যমন্ত্রীর ধমকের পরে হুগলি আরামবাগ মহকুমায় আবাস যোজনার বাড়ি ফেরানোর হিড়িক পড়ে গিয়েছে তৃণমূল নেতাদের মধ্যে। মাটির বাড়ি। কারও ভগ্নপ্রায় অবস্থা, বসবাসের অযোগ্য। কেউ কোনওরকমে বাস করছেন। ফলে যোগ্য হিসেবেই আবাসের তালিকায় নাম এসেছে। যদিও বিতর্ক এড়াতে এবার একের পর এক বাড়ি ফেরানোর হিড়িক গোঘাটের তৃণমূল নেতাদের। বিডিওর কাছে বাড়ি না নেওয়ার লিখিত আবেদন জানাচ্ছেন গোঘাটের তৃণমূল নেতারা। রাজ্যজুড়ে যখন আবাসের তালিকা নিয়ে একাধিক অনিয়মের ছবি উঠে আসছে। পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকেরই নাম আবাসের তালিকায় রয়েছে। তখন কার্যত উলটপুরান গোঘাটে। গোঘাট-১ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জিত পাখিরার মাটির বাড়ি রয়েছে।