গঙ্গাসাগরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল খালে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার সকালে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে প্রায় ৩৬ জন পুণ্যার্থীদের নিয়ে একটি বাস গঙ্গাসাগরে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করে চৌরঙ্গী এলাকার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে যায়। স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। আহতদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, বিডিও কানাইয়া কুমার রাও। আহতদের মধ্য়ে কয়েকজন ভিন রাজ্যের বাসিন্দা।