করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আপনজনের অনেকেই হারিয়েছেন। সেই রকমই বাবা শান্ত শেখকে হারিয়েছেন মেয়ে। সামনেই মেয়ের বিয়ে। অনেক টাকা লাগবে। তাই ভিন রাজ্যে কাজের জন্য গিয়েছিলেন শান্ত শেখ। কিন্তু টাকা জোগাড় হলেও মেয়ের বিয়ের জন্য সেই টাকা দিতে পারলেন না বাবা। কারণ তাঁর আর বাড়ি ফেরা হল না। মেয়েকে আশীর্বাদ করা হল না। বাবাকে হারিয়ে সে যেন মাথার উপর থেকে ছাদ হারিয়ে ফেলেছে। এই অবস্থায় তাঁর পাশে এসে দাঁড়ালেন রাজ্যের এক মন্ত্রী। আসলে বিয়ে মানে তো বড় একটা ব্যাপার। অনেক দায়দায়িত্ব। আত্মীয় পরিজনরাই অনেকে এই দায়িত্ব নিতে এড়িয়ে যান। সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
Minister Chandranath Sinha from Birbhum took responsibility for the marriage of coromandel express victim's daughter