Advertisement

West Bengal: উল্টে গেল স্পিড বোট, বীরভূমে বন্যা দেখতে গিয়ে জলে MLA, জেলাশাসকরা, দেখুন

বীরভূমে কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত লাভপুরের প্রায় ১৯টি গ্রাম । এই পরিস্থিতিতে এলাকা পরিদর্শনে গিয়ে বিপদে পড়লেন দুই সাংসদ, বিধায়ক ও জেলাশাসক-সহ ১৩ জন। উল্টে গেল স্পিড বোট। লাভপুরে বন্যার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়ে বড় দুর্ঘটনার কবলে পড়লেন তাঁরা। প্রত্যেকে জলে পড়ে যান। পরে তাঁদের স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ উদ্ধার করে। এঁরা কেউ সেফটি জ্যাকেট পরেননি। যা নিয়ে প্রশ্ন উঠেছে।

TAGS:
    Advertisement
    POST A COMMENT