scorecardresearch
 
Advertisement

Saayoni Ghosh: ভাগ্যিস স্মার্ট ফোন ছিলনা তাই বুদ্ধদেবের আমলে এতদিন সরকার টিকেছে, দাবি সায়নীর

Saayoni Ghosh: ভাগ্যিস স্মার্ট ফোন ছিলনা তাই বুদ্ধদেবের আমলে এতদিন সরকার টিকেছে, দাবি সায়নীর

বাম আমলে সকলের হাতে ক্যামেরা মোবাইল ফোন থাকলে 3 বছর 4 মাস বামফ্রন্টের সরকার টিকতো না। পঞ্চায়েতে সন্ত্রাস প্রসঙ্গে বামেদের নিশানা করলেন যুব TMC নেত্রী সায়নী ঘোষ। বালিতে শনিবার, 15 জুলাই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস প্রসঙ্গে বামেদের একহাত নিলেন রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। তিনি 34 বছরের বাম জমানার শাসনকে উদ্ধৃত করে বলেন, 'বাম আমলে যদি সকলের হাতে ক্যামেরা, মোবাইল আর সোশ্যাল মিডিয়া থাকত তাহলে বামফ্রন্টের সরকার 3 বছর 4 মাসও টিকতো না। TMC সরকার মাত্র 12 বছর রাজ্যে ক্ষমতায় আছে। তাই সন্ত্রাস নিয়ে লোকানোর কিছু নেই। রাজ্যের 64 হাজার বুথের মধ্যে 1 % বুথে অশান্তি হয়েছে।

Saayoni Ghosh Attacks CPIM On Post Poll Violence

Advertisement