Advertisement

Nadia Viral Dharna News: বৌদি কেন বিছানা পাতলেন দেওরের দোকানের সামনে, কী কেস? দেখুন

দেওরের দোকানের সামনে ধর্নায় বৌদি। চারদিন ধরে শুয়ে বসে ধর্না দিচ্ছেন পাওনা টাকা আদায়ের দাবিতে। জানা যায়, দাদা-বৌদির টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে ছোট ভাইয়ের বিরুদ্ধে। তাঁদের থেকে ১৪ থেকে ১৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন, তা ফেরৎ দেওয়ার নাম নিচ্ছেন না দেওর। তাই শেষমেশ প্রাপ্য টাকা ফেরৎ পেতে ধর্নায় বসার সিদ্ধান্ত নেন বৌদি। বৌদির নাম পিয়ালী চক্রবর্তীর বাড়ি নদিয়ার করিমপুর থানার মহিষবাথান এলাকায়। দেওর অভিজিৎ চক্রবর্তীর নামে করিমপুর থানায় ও বাজার কমিটিতে অভিযোগ করেছেন।

Advertisement
POST A COMMENT