সুন্দরবনের সজনেখালি জঙ্গল থেকে ফেরার পথে আবারও বাঘের দর্শন পেল পর্যটক দল। সেই দৃশ্য ক্যামেরাবন্দীও করে দলটি। সুন্দরবনের বাঘ ক্যামেরাবন্দি হওয়ায় যেমন পর্যটক খুশি তেমনই এই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও গাইডরাও খুশি। গাইডরা জানাচ্ছেন, বার বার বাঘের দর্শন মেলায় পর্যটকদের ভিড় বাড়বে সুন্দরবনে।