উল্টো রথে কাঁথির ইসকন মন্দিরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জগন্নাথদেবকে প্রণাম করেন। সেখানে শুভেন্দুকে এক ইসকন সদস্য বলেন ,'আমাদের প্রাণের লোকের কাছে চাইব, কাঁথি ইসকন কীভাবে তৈরি হবে সেটায় আপনার মত চাই। ইসকনের লোকজন যেন সুরক্ষিত থাকি। আপনি হিন্দুদের রক্ষা করছেন'।