Advertisement

Suvendu On Abhishek : 'পুরো পরিবারটা চোর, ধরে ঢুকিয়ে দেওয়া উচিত' অভিষেককে শুভেন্দুর খোঁচা শুনুন !

রুজিরা ব্যানার্জিসহ লিপস অ্যান্ড বাউন্সের সকলকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। এঁদের সকলের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। পুরো পরিবারটা চোর। যথেষ্ট প্রমাণ রয়েছে। ওঁদের ধরে জেলে ভরা উচিত। কারণ 28 অগস্ট মেয়ো রোড থেকে অভিষেক ব্যানার্জি নিজে বলেছিলেন এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি তাঁরই। ওই কোম্পানিতে সবাই টাকা ঢুকেছে। রুজিরা নারুলার নামে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যাঙ্কে টাকা ঢুকেছে সবাই জানে। লিপস অ্যান্ড বাউন্সে সুভাষ আগারওয়াল কত লক্ষ টাকা ঢুকিয়েছে, সেটা সবাই জানে। মেনকা গম্ভীর কোথায় পালিয়ে গেছে? পুরো পরিবারটা চোর। সাংবাদিকদের প্রশ্ন শুনে এই ভাবেই কড়া ভাষায় উত্তর দিলেন বিরোধী দলনেতা।

Suvendu attacks Abhishek on grounds of links with corruption

Advertisement