Advertisement

Bhatpara News : ভাটপাড়ায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় TMC কর্মীর সঙ্গে এ কী ঘটল!

ফের উতপ্ত ভাটপাড়া। এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করায় এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। আর তারপর থেকেই এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের তরফে স্পষ্ট বার্তা যে বা যাঁরা করেছে তাঁদের কোন মতেই ছাড়া হবে না। অর্জুন সিং-এর মদতে যাঁরা ছিল তাঁরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও বিজেপির নেতৃত্ব এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ করা হয়েছে। অর্জুনের গড়ে এই ধরনের ঘটনায় রীতি মত উতপ্ত পরিবেশ। দূর্ঘদিন ধরে এলাকায় অসামাজিক কাজকর্ম চলছিল। আর তারই প্রতিবাদ করায় ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের শুয়োরমারি এলাকায় গনপত সিং নামে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা। জানা গিয়েছে, খাবার নেওয়ার জন্য বেরিয়েছিলেন গনপত সিং। খাবার নিয়ে বাড়ি ফেরার পথে 2-3 জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। এরপরেই বন্দুক বের করে তাঁকে এলোপাথারি গুলি চালায়। 3-4টে গুলি লাগে তাঁর শরীরে। এরপরেই সেখানে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Tmc Worker Allegedly Killed At Bhatpara

Advertisement