Advertisement

Birbhum: ভোটে হারা TMC প্রার্থীর গোডাউনে আগুন নির্দল প্রার্থীর! গোটা বিষয় নিয়ে রাজনৈতিক তরজা শুরু বীরভূমে ​

রাজ্যে ভোটপরবর্তী হিংসায় বিরোধীদের উপর হামলার অভিযোগ আসছে প্রায়ই। কিন্তু বীরভূমে দেখা গেল উল্টো ছবি। সেখানে ভোটে পরাজিত TMC প্রার্থীর গুদামে আগুন ধরানো হয়েছে। TMC প্রার্থী সেরিনা খাতুন ওই এলাকার নির্দল প্রার্থী ছিলেন 2023 পঞ্চায়েত নির্বাচনে। কিন্তু নির্দল প্রার্থীর কাছে পরাজিত হন সেরিনা। নির্চাঁদল প্রার্থী সুলতানার কাছে পরাজিত হন সেরিনা। বৃহস্পতিবার, ১৩ জুলাই রাতে তার দোকান ও গোডাউনে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারাপীঠ থানার পুলিশ। আগুনে ভস্মীভূত হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানিয়েছেন প্রার্থী।

Trinamool candidate's house was set on fire by an independent candidate

Advertisement