স্মৃতি ইরানি। তাঁর মা বাঙালি। তাই বাংলার সঙ্গে তাঁর নাড়ির টান। আর তাই বাংলায় তাঁর আদর যত্নে কোনও খামতি রাখা হল না। তাঁর খাওয়া দাওয়ায় যাতে কোনও খামতি না হয়, সেদিকেও নজর রাখা হয়েছে। তিনি এসে যখন খেতে বসলেন, পাত পেড়ে খেলেন ডাল ভাত। খেতে খেতে বললেন আর একটু ডাল দাও তো। মানে তৃপ্তি তাঁর অনেকটাই। হাওড়ার জগৎবল্লবপুরে কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হাওড়া রাজাপুর দক্ষিণ বাড়িতে পলাশ মালিকের বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী গৃহ সম্পর্ক অভিযান করেন। এই উপলক্ষে গ্রামের ওই কর্মীর বাড়িতে সকাল থেকেই রান্নাবান্না সহ অতিথি আপ্যায়নের বিভিন্ন আয়োজন করা হয়েছিল। পরিবারের সদস্য রুমা মালিক বলেন তাঁরা তফশীলি সম্প্রদায়ের মানুষ।
Union Minister Smriti Irani had lunch with hilsa at Howrah