ডিভিসি-র ছাড়া জলে গ্রামের পর গ্রাম চলে গেছে জলের তলায়। পাঁশকুড়া পরিদর্শনে গিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, জলের কারণে রোগ বৃদ্ধি পেতে পারে। চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেন তিনি। বলেন, "জল কমলেই সাপ ডাঙায় আসবে। জলের কারণে সাপের কামড়ের ঝুঁকি বাড়ছে, ডায়ারিয়া, জ্বর এগুলো তো হবেই। মুখ্যসচিবকে বলেছি যেন মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করেন। মেডিক্যাল ক্যাম্প যে করব, এখনও তো কাজে যোগদান হয়নি। আমি আমার সাধ্যমতো করেছি। এর থেকে বেশি কিছু বলার নেই। আমি আশা করি তাঁদের শুভবুদ্ধি হবে। এই সময়টা রাজনীতি করার সময় নয়। মানুষ বন্যায় আক্রান্ত।"