Advertisement

West Bengal news Update: তৃণমূলের বিরুদ্ধে ফের পোস্টার, অপা যদি অর্পিতা-পার্থ হয় তাহলে সাশুর অর্থ কী?

তৃণমূলের বিরুদ্ধে ফের পোস্টার। এবার পোস্টার পড়ল রানিগঞ্জের আমড়াসোতা পঞ্চায়েতের বাঁশড়া গ্রামে। এক একটি পোস্টারে এক এক ধরনের মন্তব্য উঠে এসেছে। কোথাও লেখা রয়েছে, অবৈধ সম্পর্ক ছাড়া তৃণমূলে কি কোনও পোস্ট পাওয়া যায় না? কোনোটিতে আবার লেখা, অপা যদি অর্পিতা পার্থ হয় তাহলে সাশুর অর্থ কি? আবার কোনও পোস্টারে লেখা রয়েছে, কোয়াটার বদলির বিনিময়ে টাকা নেওয়া নেতারা কি তৃণমূলের পদ পাওয়ার যোগ্য? গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। এই পোস্টার নজরে আসতেই এলাকায় ভিড় জমতে শুরু করে। রাতের অন্ধকারে কেউ বা কারা পোস্টারগুলি লাগিয়েছে তানিয়ে ধোঁয়াশা রয়েছে। এ বিষয়ে সদ্য দায়িত্ব পাওয়া তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি শুভজিৎ মন্ডল দাবি করেছেন, পঞ্চায়েত নির্বাচন আসছে তার আগেই কুৎসা রটানোর জন্য এই কাজ করেছে সিপিএম, বিজেপি। তবে শাসক দলের অভিযোগ কার্যত নস্য়াৎ করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই গোষ্ঠী কোন্দলের অভিযোগ তুলেছে বিরোধীরা।

west bengal political news

Advertisement