Bangladeshi Infiltrators: নদিয়ায় ধৃত ১০ বাংলাদেশি, SIR আতঙ্কে পালানোর ছক ছিল

একজনও অনুপ্রবেকারীকে এ দেশে থাকতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অমিত শাহ। এদিকে, বাংলার সীমান্ত পার থেকে অনুপ্রবেশের অভিযোগ নিয়ে সরব বঙ্গ BJP। SIR প্রক্রিয়ায় তাদের নাম বাদ দেওয়া হবে বলেও জানিয়েছে BJP। এমত অবস্থায় নদিয়ার হাঁসখালিতে গ্রেফতার হল এমনই ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারী।

Advertisement
 নদিয়ায় ধৃত ১০ বাংলাদেশি, SIR আতঙ্কে পালানোর ছক ছিলধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী
হাইলাইটস
  • নদিয়ার হাঁসখালিতে গ্রেফতার হল ১০ অনুপ্রবেশকারী
  • বেআইনি ভাবে দেশে প্রবেশের অভিযোগ
  • SIR শুরু হতেই পালানোর ছিক ছিল

SIR-কে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি উতপ্ত। একদিকে, জোরকদমে চলছে SIR-এর কাজ। যারা এ রাজ্যের ভোটার নয়, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে তালিকায় নাম তুলে নিয়েছে, SIR লাগু হওয়ার পর তাঁদের নাম বাদ পড়বে। অন্য়দিকে, দেশজুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনও অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। অভিযোগ রয়েছে,সীমান্ত পেরিয়ে আসা এই সমস্ত ব্যক্তিরাই কোনও বৈধ কাগজপত্র ছাড়া বাংলায় ঢুকে পড়ছে। তারপরই এক এক ধরে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে রাজ্যে বিভিন্ন এলাকায় আস্তানা তৈরি করছে। আবার ধরপাকড় অভিযানে বেশ কয়েকজন হাতেনাতে ধরাও পড়ছে পালাতে গিয়ে।

এবার নদিয়ার হাঁসখালি থেকে ১০ জন বাংলাদেশিকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। একই সঙ্গে দুই ভারতীয় দালালকেও পাকড়াও করেছে পুলিশ। এই ঘটনায় আবারও নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ বিরোধীরা বারবার অভিযোগ করছে, এই অনুপ্রবেশকারীরা বাংলার ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। শুধু তাই নয় বিরোধীদের অভিযোগ এই অবৈধ অনুপ্রবেশকারীরাই তৃণমূল সরকারের অন্যতম ভোটব্যাঙ্ক। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, আটক বাংলাদেশি নাগরিকরা কয়েক বছর আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন স্থানে বসবাস করছিল। তারা হাসখালি থানা এলাকায় পৌঁছয় এবং উমারপুর গ্রামের ভারতীয় দালালদের থেকে সাহায্য ও আশ্রয় পায়। আবার যারা তাদেরকে রাতারাতি বেআইনিভাবে বাংলাদেশে ফিরে যেতে সহায়তা করার পরিকল্পনা করেছিল, ঘটনার প্রেক্ষিতে প্রাসঙ্গিক ধারায় হাঁসখালি থানায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধেও। আটক সকল অভিযুক্তকে রানাঘাট আদালতে তোলা হয়। আরও বাংলাদেশ অনুপ্রবেশে সহযোগী দালাল ও মধ্যস্থতাকারীদের গ্রেফতারে  অভিযান অব্যাহত রেখেছে হাসখালি থানার পুলিশ। 

রিপোর্ট: সুরজিৎ দাস


 

 

POST A COMMENT
Advertisement