Sealdah Local Trains Cancel: আসছে 'দানা', শিয়ালদায় বাতিল ১৬০টি লোকাল ট্রেন, কখন থেকে? জানাল রেল

Cyclone DANA Effects on Railways: ঘূর্ণিঝড় 'দানা'-র জেরে বিপর্যস্ত হতে চলেছে রেল পরিষেবা। দূরপাল্লার বেশকিছু ট্রেন তো বটেই, শিয়ালদা দক্ষিণ শাখায় ও বারাসত-হাসনাবাদ শাখায় ১৪ ঘণ্টা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে শিয়ালদা ডিভিশনের রেলওয়ে ম্যানেজার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিয়ালদা ডিভিশনে ১৬০টির মতো লোকাল ট্রেন বাতিল থাকবে। সেই ট্রেনগুলির বেশিরভাগই শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ছাড়ে। 

Advertisement
আসছে 'দানা', শিয়ালদায় বাতিল ১৬০টি লোকাল ট্রেন, কখন থেকে? জানাল রেলlocal train
হাইলাইটস
  • ঘূর্ণিঝড় দানার প্রভাবে বন্ধ ট্রেন
  • ১৬০টি লোকাল ট্রেন বাতিল

ঘূর্ণিঝড় 'দানা'-র জেরে বিপর্যস্ত হতে চলেছে রেল পরিষেবা। দূরপাল্লার বেশকিছু ট্রেন তো বটেই, শিয়ালদা দক্ষিণ শাখায় ও বারাসত-হাসনাবাদ শাখায় ১৪ ঘণ্টা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে শিয়ালদা ডিভিশনের রেলওয়ে ম্যানেজার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিয়ালদা ডিভিশনে ১৬০টির মতো লোকাল ট্রেন বাতিল থাকবে। সেই ট্রেনগুলির বেশিরভাগই শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ছাড়ে। 

কোন কোন শাখায় কখন বন্ধ থাকবে ট্রেন?
সেইসঙ্গে যে সময় ঘূর্ণিঝড়ের উপকূল পার হওয়ার কথা আছে, সেইসময় শিয়ালদা দক্ষিণ এবং শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ওই ১৪ ঘণ্টা বাদ দিয়ে আর কোনও বাতিল ট্রেন বাতিল থাকবে কিনা, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।  বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮ টা থেকে আগামী শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখা থেকে কোনও ট্রেন ছাড়বে না। একই সঙ্গে জানানো হয়েছে, এই সময় চলবে না শিয়ালদা-হাসনাবাদ ও শিয়ালদা-বারাসাত শাখার ট্রেনও। শিয়ালদা দক্ষিণ শাখার যে প্রান্তিক স্টেশনগুলি আছে, সেখান থেকে আরও আগেই লোকাল ট্রেন ছাড়া বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ট্রেন ছাড়বে না।
 

কী কী ব্যবস্থা নিচ্ছে রেল?
পূর্ব রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার শিয়ালদা ডিভিশনে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে মেডিক্যাল টিম ও উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। এর পাশাপাশি সাগর, হাসনাবাদ, ডায়মন্ড হারবার, কাকদ্বীপের মতো উপকুলবর্তী এলাকাগুলিতে বিশেষ নজরদারি টিম মোতায়েন করা হবে। রাখা হয়েছে টাওয়ার ওয়াগানও। দুর্যোগের খবর এলে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যায় সে কারণেই এই ব্যবস্থা করা হয়েছে।

সরিয়ে নেওয়া হচ্ছে রেল লাইনের ধারের হোডিংও

পাশাপাশি ট্রেন লাইনের ধারে থাকা হোর্ডিংগুলিকে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে ঝড়-বৃষ্টির সময় সেগুলি ট্র্যাকে পড়ে পরিষেবা ব্যাহত না হয়। সেইসঙ্গে তিনি বলেন, ‘পূর্ব রেল সবসময় আপনাদের সঙ্গে আছে। দানা আসুক বা যাই আসুক, সবসময় আপনাদের পাশে থাকবে পূর্ব রেল।’   

Advertisement

POST A COMMENT
Advertisement