BGBS 2023: রাজ্যে আসছে ৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বিনিয়োগ-১৮৮টি মউ স্বাক্ষর, ঘোষণা মমতার

Bengal Global Business Summit 2023: সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে উপস্থিত রয়েছেন প্রথম সারির বহু শিল্পপতি। এই বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এ রাজ্যের শিল্প-বিনিয়োগ-কর্মসংস্থান নিয়ে একগুচ্ছ তথ্য সামনে এলো।

Advertisement
রাজ্যে আসছে ৩ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বিনিয়োগ-১৮৮টি মউ স্বাক্ষর, ঘোষণা মমতারসপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • এখানে উপস্থিত রয়েছেন প্রথম সারির বহু শিল্পপতি।
  • এই বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এ রাজ্যের শিল্প-বিনিয়োগ-কর্মসংস্থান নিয়ে একগুচ্ছ তথ্য সামনে এলো।

Bengal Global Business Summit 2023: সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে উপস্থিত রয়েছেন প্রথম সারির বহু শিল্পপতি। এই বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এ রাজ্যের শিল্প-বিনিয়োগ-কর্মসংস্থান নিয়ে একগুচ্ছ তথ্য সামনে এলো।

বুধবার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দেশ ও এই রাজ্যের কর্মসংস্থানের তুলনামূলক পরিস্থিতি ব্যাখ্যা করে বাংলায় বিনিয়োগের উর্বরতা সম্পর্কে আলোচনা করেন তিনি। সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি বলেন, “ভারতে কর্মসংস্থান কমেছে, বাংলায় বেড়েছে। ভারতে কর্মসংস্থান ৪০ শতাংশ কমেছে, অথচ বাংলায় কর্মসংস্থান বেড়েছে ৪২ শতাংশ। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্মশিল্প থেকে রাজ্যে ১০ লক্ষ কর্মসংস্থান হয়েছে।”

শিল্পের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী গ্রামবাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পের, কৃষি থেকে সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। অর্থনৈতিক উন্নয়নে গ্রামের বিশেষ ভূমিকা রয়েছে। গ্রামই এখন গ্রোথ সেন্টার। কৃষি থেকে সৃজনশীলতায় দিশা দেখাচ্ছে গ্রাম।”

তিনি জানান, শিল্প সম্মেলনে ৪০টি দেশ অংশ নিয়েছে। শুধু ব্রিটেন থেকেই ৪০ জন ব্যবসায়ী এসেছেন। সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী বলেন, “শিল্প সম্মেলনে ১৮৮টি মউ (MoU) সাক্ষরিত হয়েছে। এছাড়াও, বাংলার জন্য ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে। বাংলায় ৬টি অর্থনৈতিক করিডোর তৈরির জন্য আমরা প্রস্তুত। এখানে নিয়োগের জায়গা রয়েছে, ব্যবসার জন্য প্রয়োজনীয় বাজার রয়েছে।”

মঙ্গলবার, বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী ঘোষণা করেন, রিলায়্যান্স গোষ্ঠী আগামী ৩ বছরের মধ্যে বাংলায় আরও ২০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। গতকাল রিলায়েন্স কর্ণধার জানান, বাংলার হস্তশিল্পকে রিলায়্যান্স মার্ট বিপণন করবে। পাশাপাশি, বাংলায় হস্তশিল্পের বিকাশের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবে রিলায়্যান্স।

POST A COMMENT
Advertisement